Showing posts with label প্রযুক্তি. Show all posts
Showing posts with label প্রযুক্তি. Show all posts

Thursday, July 12, 2012

আরব আমিরাতের ভিসা চেকের পদ্ধতি

অনেকেই ইন্টারনেটে আরব আমিরাতের ভিসা চেকের আবেদন করতে চান, কিন্তু এর সঠিক পদ্ধতি না জানার কারণে করতে ব্যর্থ হন। তাদের জন্য এই ভিসা চেকের পদ্ধতি নিচে দেওয়া হলো-
 
১। আরব আমিরাতের ভিসা চেকের জন্য প্রথমে http://www.mol.gov.ae/english/newIndex.aspx এই ঠিকানায় যেতে হবে। ওয়েবসাইটের বাম পাশের eNetwasal Services এ ক্লিক করতে হবে।

Sunday, April 29, 2012

উবুন্টুতে ইয়াহু মেসেনজারের বিকল্প GyachE Improved দিয়ে ভিডিও চ্যাট

ল্যাপটপে শিশির (উবুন্টু ১১.১০ এর কাস্টমাইজড) চালাই অনেকদিন হলো। আজ হঠাৎ একটি প্রয়োজনে ইয়াহু মেসেন্জার দরকার পড়লো। যার সাথে কথা বলবো তার ইয়াহুতে আইডি, আমি পিজিন থেকে লিখে লিখে চ্যাট করতে পারি, কিন্তু বিশেষ প্রয়োজনে ভিডিও চ্যাট করা দরকার। যার সাথে দরকার তার আবার স্কাইপে নাই, তিনি ইন্টারনেটে তেমন পারদর্শী না। তাই যা করার আমাকেই করতে হবে, আমি এই কাজের জন্য তো আর জানালায় যেতে পারিনা, আমি কি তবে হেরে গেলাম???

Thursday, April 26, 2012

উবুন্টু ১২.০৪ ইনস্টলের পর যে দশটি কাজ করবেন

এইতো আপনি উবুন্টু ১২.০৪ ডাউনলোড করে ইনস্টল করেছেন। এখন এই উবুন্টুকে গতিশীল রাখতে ও আপনার সব কাজের কাজী করতে কিছু কাজ করে নিতে হবে। তাহলে আমরা দেখে নেই কি কি কাজ করতে হবে-
প্রথমত: একনজর দেখে নিন কি কি নতুন ফিচার এখানে যোগ করা হয়েছে। এজন্য অসংখ্য ভিডিও আছে নেট থেকে দেখে নিতে পারেন।

Wednesday, April 11, 2012

ফেডোরা ১৫ এ মাউসের ডান বাটন সক্রিয় করা


ফেডোরা ১৫ জিনোম ৩ ব্যবহার করার কারণে এর ডেস্কটপে মাউসের ডান বাটন সক্রিয় করা থাকে না। মাউসের ডান বাটনে কাজ করতে আমরা অভ্যস্ত। এই মাউসের ডান বাটন সক্রিয় করার জন্য যা করতে হবে-
  • dconf editor ইনস্টল করে নিতে হবে এজন্য আপনার টার্মিনালে লিখুন-

Wednesday, January 4, 2012

ওপেনঅফিস.অর্গ ক্যালক এ কিছু ট্রিপস এন্ড ট্রিকস

এক কক্ষে একাধিক লাইন:
মাইক্রোসফট এক্সেলে কাজটি করা যায় Altr+Enter চেপে। কিন্তু ওপেনঅফিস.অর্গ ক্যালকে কাজটি করতে হয় Ctrl+Enter চেপে।

একলাইন পরপর কালার করা
অনেক সময় একলাইন পরপর ক্যালকের এক লাইন পরপর একই ধরনের রঙ করার প্রয়োজন পড়ে।
একটি ছবি দিয়ে বিষয়টির ধারনা দিলাম-

Wednesday, November 30, 2011

ইউনিয়ন পরিষদের সচিবরা কি তবে ডিজিটাল বাংলাদেশের অন্তরায়??

কয়েকদিন আগে ঘটা করে পালন করা হল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের (ইউআইএসসি) বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন। সরকারের একটি ঘোষণা ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে ইউআইএসসির পরিকল্পনা ও বাস্তবায়ন এক যুগান্তকারী পদক্ষেপ। ইউআইএসসি গ্রাম পর্যায়ে পৌঁছাতে পেরেছে ইন্টারনেটের মতো গুরুত্বপূর্ণ হাতিয়ার। যার মাধ্যমে দেশের তৃণমূল মানুষ সংযুক্ত হতে পারছে তথ্যের মহাসড়কে।

Sunday, November 13, 2011

এটিএমের টাকা আর গুগলের জ্ঞান-নহে টাকা, নহে জ্ঞান হলে প্রয়োজন

একদিন আমাদের ম্যাডাম ক্লাসে বলেছিল তোমাদের কার কার এটিএম কার্ড আছে? দুই একজন বাদে বেশির ভাগই বলেছিলাম নাই। শুনে ম্যাডাম বলেছিলেন আজকের দিনে এটিএম কার্ড না থাকলে তাকে নাকি আধুনিক বলা যায়না। ম্যাডাম আমাদের পড়াতেন আধুনিক অর্থনীতি। তখন এটিএম কার্ড কী তা

Thursday, October 20, 2011

প্রযুক্তি কি আমার কর্মক্ষেত্র কেড়ে নেবে??

মাধ্যমিক বিদ্যালয়ের কোন এক ক্লাসের বাংলা বইয়ে একটি গল্প পড়েছিলাম। আজ তার নাম মনে নেই তবে গল্পটি মনে আছে। গল্পটিতে রোবটের কথা বলা হয়েছিল। সেখানে একটি অফিসের বস একই সাথে দুই জায়গায় দুইটি অফিসে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নাই , এক অফিসে তিনি অফিস করতেন, আরেক অফিসে তারই চেহারার রোবট বসে তার প্রক্সি দিচ্ছে। এই ঘটনাগুলো এখন হরহামেশা বিভিন্ন সিনেমায় দেখা যাচ্ছে। বর্তমানে এই রোবট প্রযুক্তি অনেক জায়গায় স্থান করে নিচ্ছে। প্রযুক্তি এছাড়াও আরো নানান জায়গায় তার আসনকে পাকাপোক্ত করে নিচ্ছে। সেই প্রযুক্তি নিয়ে আজ কিছু বলতে চাই।

Monday, October 10, 2011

প্রযুক্তি আদালত: সময়ের দাবি মাত্র

বরাবর আমি এক জায়গা থেকেই নেট ব্রাউজ করি। এ কারণে গুগল আমাকে একই জিনিস বারে বারে দেখায়। তাইতো সার্চ ইঞ্জিন আমাকে আমার লেখার অংশ বিশেষ দিয়ে সার্চ দিলে কয়েকটি নির্দিষ্ট সাইটে নিয়ে যায়। আমি বেশ কয়েকটি বাংলাদেশি ব্লগে একই লেখা একই শিরোনামে দিয়ে থাকি। প্রায় সব কয়টি বাংলা ব্লগে আমার আইডিও একই। তাই আমার লেখার অংশ বিশেষ দিয়ে সার্চ দিলে ঘুরে ফিরে একই ব্লগ দেখতে পাই।

Wednesday, October 5, 2011

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা এবং শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সূদুর প্রাচীন কালে প্রচলিত ছিল I (আই) অর্থাৎ ইনফরমেশন বা তথ্য। মানুষ যখন শিকারে যেত তখন শিকার কীভাবে করতে হবে, কী শিকার করতে হবে এ সম্পর্কে তথ্য সংগ্রহ করে শিকারে যেত। শিকার যুগের পর আসে কৃষি যুগ। এ যুগে তারা তথ্য সংগ্রহ করতো কৃষি বিষয়ক। কীভাবে ফসলের বীজ বপন করতে হয়, কোন সময়টায় ফসল বুনতে হয়। তখন মানুষ কীভাবে ফসল কাটতে হয় ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করতো।

Monday, October 3, 2011

আরএসভিপি (RSVP) খায় না মাথায় মাখে???

ইদানিং বিভিন্ন জায়গা থেকে দাওয়াত থাকলে কয়েকটি চারটি ইংরেজি অক্ষর প্রায়ই দেখতে পাই। অক্ষরগুলো হলো RSVP। আগে দেখতাম ফেসবুকে ইনভাইটেশন থাকলে শব্দটি ব্যবহার করা হত। তাতে তিনটি অপশন থাকতো। দাওয়াতে যাব, যাব না, কিংবা এখনো ঠিক হয়নি। এ দ্বারা আগে থেকেই কতজন অতিথি আসবে তার একটি ধারণা পাওয়া যেত। অনুষ্ঠানের আয়োজকরা সেই মতো ব্যবস্থা নিতে পারতো।

Sunday, September 18, 2011

দোয়েল-এর চাই মুক্ত ডানা

গত কয়েকদিনের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, দেশের তৈরি দোয়েল (ল্যাপটপ) বাংলার আকাশে উড়বার জন্য প্রস্তুত। যেটি কম মূল্যে পৌঁছে দেয়া হবে সকলের হাতে। আমাদের জন্য এটি একটি সুখের খবর। আমরা যারা খুব বেশি দামে কম্পিউটার কিনতে পারিনা, আবার কাজের জন্যে কম্পিউটারও জরুরী তাদের জন্য সোনায় সোহাগা।

Monday, September 12, 2011

উচ্চ মাধ্যমিক শ্রেণীর কম্পিউটার শিক্ষার নতুন সিলেবাস ও কিছু কথা

গত ৭ সেপ্টেম্বর এনসিটিবি উচ্চ মাধ্যমিক শ্রেণীর কম্পিউটার সিলেবাসে কিছু পরিবর্তন আনে। পরিবর্তিত সিলেবাসটি তাদের ওয়েব সাইটে প্রকাশ করে। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা এ সংক্রান্ত খবর দেখতে পাই। এ খবরের নানান ধরনের আলোচনা ও সমালোচনা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাওয়া যায়। পরিবর্তিত সিলেবাসটি কবে থেকে কার্যকর করা হবে, কিভাবে কার্যকর করা হবে তার কোন দিক নির্দেশনা ওয়েব সাইটটিতে দেওয়া হয়নি। বছরের মাঝামাঝি সময়ে সিলেবাসটি পরিবর্তনের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে কিছুটা সোরগোল পড়ে যাওয়া স্বাভাবিক।

Sunday, September 11, 2011

উবুন্টুতে (কাস্টমাইজড ভার্সন শিশির) এ গ্রামীণ ফোনের মডেম ইনস্টল করা

কয়েকটি সহজ ধাপে উবুন্টুতে গ্রামীন ফোনের মডেম ইনস্টল করা যায়। এজন্য প্রথমে-
* মডেমটি ইউএসবি পোর্টে লাগাতে হবে।
* উপরে ডান পাশে নেটওয়ার্ক কানেকশনের আইকনে ক্লিক করতে হবে। একটি অপশন আসবে।

*ভিপিএন কানেকশনে ক্লিক করতে হবে। কনফিগার ভিপিএন এ

Tuesday, September 6, 2011

ষষ্ঠ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একটি পর্যালোচনা

নতুন শিক্ষানীতির আলোকে ২০১২ শিক্ষাবর্ষ থেকে সরকার ষষ্ঠ শ্রেনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি নামক একটি বিষয় অন্তর্ভুক্ত করেছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশ গড়তে যা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করি। “ষষ্ঠ শ্রেণীতে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা” শিরোনামে গত ১০ আগষ্ট, ২০১১ তারিখে bdnews24.com http://bit.ly/oSthjp  এ দেশের একজন খ্যাতনামা কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান- সাংবাদিক, বিজয় কীবোর্ড ও সফটওয়্যারের জনকের একটি লেখা

কৃষি শিক্ষা বনাম প্রযুক্তি শিক্ষা

নবম-দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসাবে যে কয়টি বিষয় দেওয়া আছে তার মধ্যে দুইটি হলো কম্পিউটার শিক্ষা ও কৃষি শিক্ষা অর্থাৎ একজন শিক্ষার্থী তার চতুর্থ বিষয় হিসাবে কৃষি শিক্ষাও নিতে পারে আবার কম্পিউটার শিক্ষাও নিতে পারে। এই দুটিই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। একটি কৃষি যা মানুষের আদিম পেশাগুলোর মধ্যে একটি ও আমাদের বাংলাদেশের সিংহ ভাগ লোকের পেশা তা নিয়ে আলোচনা করে, অপরটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম আবিষ্কার নিয়ে আলোচনা করে।

ইন্টারনেট মানেই কি ফেসবুক?

সময়ের প্রয়োজনে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। ইন্টারনেটের সংযোগ থাকা মানেই বিশ্বের সাথে একটি আন্তযোগাযোগ স্থাপিত হয়ে যাওয়া। পৃথিবীর নানান প্রান্তে কখন কি হচ্ছে, কি কি পরিবর্তন হলো, নতুন কোন সংবাদ, নতুন কোন ঘটনা সব কিছু জানতে হলে আমাদের স্মরণাপন্ন হতে হয় ইন্টারনেটের। আমরা খুব সহজেই ‌যে কোন খবর জানতে পারি, খবর পৌছে দিতে পারি সকলের কাছে।

ফেডোরার হাতে তুলে দিলাম ওয়াইনের গ্লাস

আমার নিজের কোন বাজে নেশা নেই, কেউ নেশা করলে তার থেকে ১০০ হাত দুরে থাকার চেষ্টা করি। কিন্তু এই আমিই আজকে ফেডোরার হাতে নেশার গ্লাস অর্থাৎ ওয়াইন তুলে দিলাম। কি করবো! বলেন, একটা অফ লাইন ডিকশনারি পেয়েছি যা কিনা উইন্ডোজে চলে। কিন্তু আমি ব্যবহার করি ফেডোরা। ওই ডিকশনারির কোন লিনাক্স ভার্সন নাই। এখন যে কাজ করছি তাতে আবার বারে বারে ডিকশনারি দেখতে হচ্ছে। আবার উইন্ডোজে কাজ করতে আমার এখন আর ভালো লাগে না।

Sunday, April 3, 2011

বাংলায় কম্পিউটার কি এবং কেন?

প্রতি বছর ফেব্রুয়ারি এলেই আমরা বাঙ্গালী সাজি। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি আমরা ঘটা করে পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এর পর সারা বছর ভুলে যাই আমাদের মাতৃভাষাকে। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পৃথিবীর নানান দেশে নানান ভাষা প্রচলিত ছিল। কিন্তু কালের বিবর্তনে অনেক ভাষাই বিলুপ্ত হয়ে গেছে। নানান কারনেই একটি ভাষা কালের গর্ভে হারিয়ে যায়। এসব কারণের মধ্যে একটি হলো চর্চার অভাব। সঠিক ভাবে চর্চা না করা হলে যেকোন ভাষাই হারিয়ে যেতে পারে।

Tuesday, March 15, 2011

ফেডোরা কিংবা উবুন্টুতে সহজেই ফন্ট ইনস্টল

বেশ কিছু দিন যাবত লিনাক্স ব্যবহার করি। আমি আমার পিসিতে ফেডোরা ১২ চালাই। বাংলায় লোকালাইজেশন করা। অফিসের প্রজেক্টে যে ল্যাপটপ দেওয়া হচ্ছে তাতে আছে আমাদেরই কাস্টামাইজড ও বাংলায় লোকালাইজড করা উবুন্ট যাকে আমরা নাম দিয়েছি শিশির। এতে বাংলা ফন্ট দেওয়া আছে কয়েকটা। এর মধ্যে একটি মুক্তি ন্যারো। কিন্তু আমার যে আরো ফন্ট চাই। কিন্তু লিনাক্সে নাকি ফন্ট ইনস্টল করা ঝামেলার কাজ। আমিও তাই চুপচাপ ছিলাম। কিন্তু সহকর্মী বেলায়েত ভাই দেখালেন উবুন্টু তে কিভাবে সহজেই ফন্ট ইনস্টল করা যায়। আমি দেখলাম। দেখে প্রীত হলাম। এতো সোজা। আমি আমার ফেডোরায় ট্রাই করলাম। এখানেও এই কাজ করে ফন্ট ইনস্টল করা যায়। আমাকে আর পায় কে। বসে গেলাম সবাইকে জানাতে।
যাক কিভাবে করা যায় তাই জানাচ্ছি-

ফেসবুক লাইক ও শেয়ার