প্রতি বছর ফেব্রুয়ারি এলেই আমরা বাঙ্গালী সাজি। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি আমরা ঘটা করে পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এর পর সারা বছর ভুলে যাই আমাদের মাতৃভাষাকে। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পৃথিবীর নানান দেশে নানান ভাষা প্রচলিত ছিল। কিন্তু কালের বিবর্তনে অনেক ভাষাই বিলুপ্ত হয়ে গেছে। নানান কারনেই একটি ভাষা কালের গর্ভে হারিয়ে যায়। এসব কারণের মধ্যে একটি হলো চর্চার অভাব। সঠিক ভাবে চর্চা না করা হলে যেকোন ভাষাই হারিয়ে যেতে পারে।
বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা। আমাদের দেশের যে কয়টি গর্ব করার মতোন বিষয় আছে তার মধ্যে একটি হলো আমাদের ভাষা। এই পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্য যার জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের দেশের অধিকাংশ মানুষই নিরক্ষর। অল্প সংখ্যক লিখতে ও পড়তে পারে। যারা পড়তে ও লিখতে পারে তাদের মধ্যে অনেকে আছেন যারা ইংরেজি ভালো করে পড়তে ও লিখতে পারেনা। শুধু মাত্র বাংলা পড়তে পারেন।
বর্তমান সময় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তির উৎকর্ষতার সময়। এই তথ্য, যোগাযোগ ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কম্পিউটার। তাই প্রত্যেকের জন্য কম্পিউটার শিক্ষাটা জরুরী হয়ে পড়েছে। কম্পিউটারের ইন্টারফেস তথা বাহ্যিক চেহেরা আমরা ইংরেজিতে দেখতে পাই। যার কারনে অনেকে কম্পিউটার ব্যবহার করতে ভয় পান। এর থেকে দুরে থাকতে চেষ্টা করেন।
এইসব কারণ বিবেচনা করে কিছু কিছু মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে কম্পিউটারের বাহ্যিক চেহেরা আমাদের মাতৃভাষায় পরিবর্তন করতে। কম্পিউটারে আমরা যে সব সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম ব্যবহার করি তা দুই ভাগে ভাগ করা যেতে পারো। এক ভাগের সফটওয়্যার আমরা টাকা দিয়ে কিনে আনি। যার কোডগুলো লুকানো থাকে। অন্য ভাগেরগুলো আমরা বিনামূল্যে পেতে পারি। এগুলোকে ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। যা ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। ইচ্ছে মতো পরিবর্তন করা যায় বলে আমরা আমাদের মাতৃভাষায় কম্পিউটারের বাহ্যিক চেহেরা পেতে পারি।
কম্পিউটারের বাহ্যিক চেহারা পরিবর্তনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি এগিয়ে এসেছে তাদের মধ্য একটি প্রতিষ্ঠান হলো অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অঙ্কুর কর্তৃক অনুবাদকৃত কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও কিছু সফটওয়্যারকে একটি শিরোনামের অধীনে রাখা হয়েছে। এটি হলো সবার জন্য বাংলায় কম্পিউটার। সংক্ষেপে একে বাংলায় কম্পিউটার বলা হয়। অঙ্কুর কর্তৃক স্থানীয়করণকৃত তথা বাংলায় অনুবাদকৃত সফটওয়্যারকে সংক্ষেপে বলা হয় বাংলায় কম্পিউটার।
বাংলায় কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে শিশির।এটি উবুন্টুর একটি কাস্টমাইজ ডিস্টিবিউশন। শিশিরে একজন সাধারণ ব্যবহারকারীর প্রয়োজনীয় সকল ধরনের সফটওয়্যার দেওয়া আছে। যা সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা হয়েছে। এছাড়া এরজন্য তৈরিকৃত সহায়তার ফাইলটিও বাংলায় করা হয়েছে। যা একজন স্বল্প বাংলা ভাষা জানা লোকের পক্ষেও ব্যবহার করতে সহায়তা করবে।
এছাড়াও উইন্ডোজের জন্যে স্থানীয়করণ করা হয়েছে কিছু সফটওয়্যার। সফটওয়্যারগুলোর মধ্যে আছে- লেখালেখি, হিসেব সম্পাদনা, ছবি আঁকা, গাণিতিক সমস্যা লেখা ইত্যাদি কাজের জন্য মাইক্রোসফটওয়্যারের সমতুল্য ওপেনঅফিস.অর্গ, ইন্টারনেট ব্রাউজ করার জন্য মজিলা ফায়ারফক্স, যেকোন ধরনের অডিও ভিডিও চালনার জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার, ইন্সট্যান্ট মেসেঞ্জারের জন্য পিজিন, বাংলায় টাইপ শেখার জন্য অঙ্কুর টাইপিং টিউটর, বাংলা বানান পরীক্ষক ইত্যাদি সফটওয়্যার।
এ সকল সফটওয়্যার আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন অঙ্কুরের ওয়েব সাইট থেকে অথবা অঙ্কুরের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগের মাধ্যমে। এসব সফটওয়্যার ব্যবহার করাকেই আমরা বলতে পারি বাংলায় কম্পিউটার ব্যবহার করা। আসুন আমরা সবাই বাংলায় কম্পিউটার ব্যবহার করি। একদিন নয় প্রতিদিন আমরা হৃদয়ে ধারন করি সবার জন্য বাংলায় কম্পিউটার।