বেশ কিছু দিন যাবত লিনাক্স ব্যবহার করি। আমি আমার পিসিতে ফেডোরা ১২ চালাই। বাংলায় লোকালাইজেশন করা। অফিসের প্রজেক্টে যে ল্যাপটপ দেওয়া হচ্ছে তাতে আছে আমাদেরই কাস্টামাইজড ও বাংলায় লোকালাইজড করা উবুন্ট যাকে আমরা নাম দিয়েছি শিশির। এতে বাংলা ফন্ট দেওয়া আছে কয়েকটা। এর মধ্যে একটি মুক্তি ন্যারো। কিন্তু আমার যে আরো ফন্ট চাই। কিন্তু লিনাক্সে নাকি ফন্ট ইনস্টল করা ঝামেলার কাজ। আমিও তাই চুপচাপ ছিলাম। কিন্তু সহকর্মী বেলায়েত ভাই দেখালেন উবুন্টু তে কিভাবে সহজেই ফন্ট ইনস্টল করা যায়। আমি দেখলাম। দেখে প্রীত হলাম। এতো সোজা। আমি আমার ফেডোরায় ট্রাই করলাম। এখানেও এই কাজ করে ফন্ট ইনস্টল করা যায়। আমাকে আর পায় কে। বসে গেলাম সবাইকে জানাতে।
যাক কিভাবে করা যায় তাই জানাচ্ছি-
- প্রথমত যে যে ফন্ট ইনস্টল করবেন তা ডাউনলোড করে নিন বা যেকোন উপায়ে সংগ্রহ করুন।
- এর পর স্থান থেকে হোম ফোল্ডারে যান। হোম ফোল্ডারে প্রদর্শন মেনুতে ক্লিক করুন।
- এখানে আড়াল করা ফাইল প্রদর্শন করা হবে তে টিক চিহ্ন দিন। দেখুন কত ফাইল দেখাচ্ছে।
- এখানে নতুন করে .fonts নামে একটি ফোল্ডার তৈরি করুন।
- এবার আপনি যে যে ফন্ট ইনস্টল করতে চান তা এখানে পেষ্ট করুন।
- কম্পিউটার রিস্টার্ট করুন।
দেখবেন সব ফন্ট ইনস্টল হয়ে যাবে।
কি খুব কঠিন মনে হচ্ছে??