ফেসবুকের লেখা

৯ এপ্রিল ২০২১

সকালে খবর পেলাম বন্ধু Al Kamal এর বাবা, আমার অনেক প্রিয় একজন শিক্ষক( মাধ্যমিক বিদ্যালয়ের), ফজলুল হক বি.এস.সি স্যার আর এই জগতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন।
মৃত্যু অবধারিত, তার পরিবারকে এই শোক সামলানোর শক্তি আল্লাহ তালাহ দিক এই কামনা করি।
স্যারের সম্পর্কে বলতে গেলে, সেই কালে গ্রামের একটি বিদ্যালয়ে স্যার অনেক আধুনিক একজন মানুষ ছিলেন। তার হাত ধরেই আমরা শিখেছিলাম আতশ কাঁচ দিয়ে কী করে আগুন জ্বালাতে হয় (স্যার আমাদের হাতে ধরিয়ে শিখিয়েছেন), ক্লোরোফর্মের গন্ধ কেমন (তুলোয় নিয়ে নাকে ধরে দেখিয়েছেন, যাতে কেউ এভাবে ধরলে বুঝতে পারি এটা কী), মাইক্রোস্কোপের ভেতর দিয়ে পেঁয়াজের খোসা, মুখের ভেতরের টিস্যু, রক্ত দেখলে সেটা কেমন দেখা যায় (নিজের হাত কেটে রক্ত দিত বরাবর আমাদের মাসুদ, সেই যুগে অনেক কলেজের শিক্ষকও কী করে মাইক্রোসকোপ বক্স থেকে খুলতে হয় সেটাও জানত না), তার হাত ধরেই ব্যাঙ, আরশোলা কাটতে শিখেছিলাম, রসায়নের যন্ত্রপাতি নড়াচড়ার সুযোগ পেয়েছিলাম। হয়ত সেখান থেকেই বিজ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়।
স্যারের কাছ থেকে শিখেছিলাম, একজন শিক্ষক শুধু পড়া মুখস্ত করাবেন না, শিক্ষার্থীর মাঝে আগ্রহ সৃষ্টি করবেন, শেখার মনোভাব প্রতিষ্ঠা করবেন, যেটা শিক্ষার্থীকে জীবনভর শেখায় সহায়তা করবে ও মনোভাব সৃষ্টি করবে।
স্যারের আত্মার মাগফেরাত কামনা করি।
Sultan Mahmud Mahfuz Sarker Tahmina Akter Ruma Amir Hosain Shamsunnahar Moni Israt Jerin Alam Mia Mithila Sarker Al Mamun Harun Talukder Liton Nag Mamun Bhuiyan Sudip Modak দোস্তরা চল সবাই মিলে স্যারের জন্য দোয়া করি।
অনিবার্য কারণ বশত স্যারের কোন ছবি দেওয়া হলো না।
 
 
৮ এপ্রিল ২০২১

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
…..........................................
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
কবিতাটা শেষ করে আড়মোড়া ভাঙ্গল ছেলেটি। ঘড়িতে দেখল রাত দুটো বেজে গেছে। ওয়ার্ডের ফাইলে লেখাটা আরেকবার পড়লো। এরপর ফেসবুক অন করে মেসেজগুলো চেক করল। বেশ কিছু মেসেজ জমা হয়ে আছে। দু ধরনের বার্তাই জমা হয়েছে। কেউ কেউ যা ইচ্ছা তাই বলে গালাগালি করে মেসেজ দিয়েছে, আবার কেউ কেউ এত এত প্রশংসা করেছে যে নিজের কাছেই বেশি বেশি মনে হচ্ছে। লেখালেখির অভ্যাসটা তার সেই ছোট বেলা থেকেই গড়ে উঠেছে। গত কয়েকবছর হল ফেসবুক এসেছে, আগে প্রকাশককে লেখা দিতে হত, অপেক্ষা করতে হতো কবে ছাপার হরফে ছাপা হয়ে আসে।
আর এখন সেই অপেক্ষার প্রহর গুণতে হয় না। ফেসবুকে লেখাটা কপি করে একটা বাটন টিপলেই পাঠকের কাছে পৌঁছে যায়। এরপর পাঠকের মতামতও পাওয়া যায়। তবে যেটা বিড়ম্বনার সেটা হলো লেখাগুলো কপি পেস্ট হয়ে সংগৃহীত নামে সবার ওয়ালে শোভা পায়। সে বুঝতে পারে না, লেখা যদি ভালোই লাগে তাহলে নাম সহ কপি পেস্ট করলে কী ক্ষতি। আরেক শ্রেণির লোক আছে, যারা সংগৃহিত এটাও লেখে না। নিজের নামেই প্রকাশ করে দেয়। মনে মনে কষ্ট পেলেও কিছু করার নেই। এক সময় মনে হয়.....
কবিতাটা কপি পেস্ট করে ওয়ালে পোস্ট করে দিল ছেলেটি। রাত অনেক হয়েছে, এককাপ কফি বানিয়ে কম্পিউটারের সামনে বসল। এই কয়েক মিনিটেই কয়েকশত লাইক পড়ে গেছে। কমেন্টসও পড়েছে প্রায় হাফ শতক।
একটা একটা করে কমেন্ট পড়তে শুরু করল-
১। ভাই কী জেগে জেগে স্পপ্ন দেখছেন? শীতের রাতে বরষার কবিতা। বর্ষা কি আপনার নতুন প্রেমিকা। ভাই গান্জা একটু কম কম টানেন।
লেখক ভাবলেন- এটার কোন উত্তর হয়না পাঠক কবিতার অর্থই ধরতে পারেনি। তার উপর বানানেও ভুল।
২। ভাইরে ভরসা এখন কোনটাতেই নাই। কুল থেকে নামেন পরে যাবেন।
লেখক ভাবলেন- এটার উত্তর কী দিবে বুঝতে পারল না, কি বুঝাতে চাইলাম কী বুঝল।
৩। ভাই তরী টরী ডিলিট করেন। দেশের যা অবস্থা। আমারও সব নিয়ে গেছে।
লেখক বুঝল না কমেন্টে পাঠক কী বুঝাতে চাইল।
৪। ভাই আগেই বুঝেছিলাম আপনি সরকার পছন্দ করেন না, আজকের লেখায় সেটার প্রমাণও দিলেন।
লেখক লেখাটা আবার পড়ল। সরকারের বিরূদ্ধে কোথায় কী লিখল বুঝতে চেষ্টা করল।
আর কোন কমেন্ট পড়ার ইচ্ছে হল না। এগুলো তো তাও সওয়া যায়। এর বাইরে আরও কত কী যে কমেন্টস করেছে তা ভাষায় প্রকাশের যোগ্য না। পড়তে গেলেই অস্বস্তি বোধ হয়।
ছেলেটি এবার লেখার এডিট বাটন চাপ দিয়ে লেখাটা মুছে দিয়ে আবার টাইপ করল-
লেখাটা সরিয়ে নিলাম। ভুলটা আমারই, কবিতা লেখার সাথে সাথে আমার উচিত ছিল এর মর্মার্থ বলে দেওয়ার। কিন্তু কবিতা লিখে যদি তার মর্মার্থ লিখে দিতে হয় তাহলে সেই কবিতা লেখার চেয়ে না লেখাই ভালো। এটাই হয়ত আমার শেষ লেখা। আবার হয়ত ১০০ বছর পরে জন্ম নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তখন হয়ত যুগের সাথে তাল মিলিয়ে থাকার চেষ্টা করব। আপনাদের যুগে আমি সত্যিই বেমানান।
অভিমানী লেখক পাঠকের কথা বিবেচনা করে সেই যে লেখা বন্ধ করেছে আর কোন লেখাই সে আর লেখেনি।
আমি মুশফিক তাই ভাবছি, রবী ঠাকুর এই যুগে জন্ম নিলে হয়ত এমনটাই হত তার সাথে।
 
 

ফেসবুক লাইক ও শেয়ার