Thursday, April 26, 2012

উবুন্টু ১২.০৪ ইনস্টলের পর যে দশটি কাজ করবেন


এইতো আপনি উবুন্টু ১২.০৪ ডাউনলোড করে ইনস্টল করেছেন। এখন এই উবুন্টুকে গতিশীল রাখতে ও আপনার সব কাজের কাজী করতে কিছু কাজ করে নিতে হবে। তাহলে আমরা দেখে নেই কি কি কাজ করতে হবে-
প্রথমত: একনজর দেখে নিন কি কি নতুন ফিচার এখানে যোগ করা হয়েছে। এজন্য অসংখ্য ভিডিও আছে নেট থেকে দেখে নিতে পারেন।

দ্বিতীয়ত: আপডেট কি আছে তা দেখে নিন-
উবুন্টু ১২.০৪ এখন প্রেসের জন্য হট কেক। উবুন্টু ১২.০৪ কে বলা হচ্ছে এটি দীর্ঘ সময় সাপোর্ট দিবে (LTS) তার মানে এই নয় যে এতে কোন বাগ নেই। তাই আপনার দ্বিতীয় কাজ হলো ইনস্টল দেওয়া পর আপডেট করা। উবুন্টু যখনই কোন বাগ ধরতে পারবে তখনই চেষ্টা করবে তা ঠিক করে দেওয়ার। তাই ইনস্টল দেওয়ার পর আপনার কাজ হবে কোন আপডেট আছে কিনা তা দেখা।‍ আপডেট থাকলে তা করে নিতে হবে। আমরা যারা উবুন্টু ব্যবহার করি তারা তো জানিই যে নতুন আপডেট আসলে দেখায় ও কি কি আপডেট আছে তা বলে, আপনি এখান থেকেই আপডেট করে নিতে পারবেন। নতুন আপডেটের এলার্ট আপনি পাওয়ার মেনুর এলার্ট নোটিফিকেশন মেনুতেই পাবেন।

তৃতীয়ত: মিডিয়া কোডেকগুলো ইনস্টল করে নিন-
উবুন্টুর কিছু টার্ম ও কন্ডিশনের জন্যই তারা আমাদের জন্য বিভিন্ন মিডিয়া ফাইল চালানোর কোডেক দিতে পারে না। তাই উবুন্টু ১২.০৪ ইনস্টল করার পর যদি আপনার ইচ্ছে হয় আপনার কম্পিটউটারে থাকা অজস্র গান আপনি উপভোগ করবেন তবে আপনাকে কিছু থার্ট পার্টি কোডেক ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। কোডেকগুলো আপনি এখান থেকে নামিয়ে নিতে পারবেন- apt:gstreamer0.10-plugins-ugly,gstreamer0.10-plugins-ffmpeg
এ কাজটি আপনি উবুন্টু সফটওয়্যার কেন্দ্র থেকেও করতে পারবেন।

চতুর্থত: আপনার ডেস্কটপকে কাস্টমাইজড করুন-
ডেস্কটপকে সবাই চায় নিজের মতো করে সাজিয়ে নিতে। উবুন্টু ১২.০৪ এ আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। এখানে আগে থেকেই কিছু ওয়ালপেপার দেওয়া আছে যার থেকে আপনি পছন্দ মতো ডেস্কটপের ওয়ালকে সাজিয়ে নিতে পারবেন। কাজটি আপনি সিস্টেম সেটিংস এর Appearance থেকে সহজেই করতে পারবেন। যে কোন মনের মতো থিম আপনি প্রয়োগ করে নিতে পারবেন।

পঞ্চমত: ব্যক্তিগত নিরাপত্তাকে জোরদার করুন-
প্রথমবার আপনি যখন উবুন্টু ১২.০৪ এ লগইন করে ইউনিটি ড্যাশ ওপেন করবেন তখন দেখবেন যে আপনি সম্প্রতি যে কাজগুলো করেছেন, যে অ্যাপ্লিকেশনগুলো দেখেছেন, যে ফাইলগুলো নিয়ে কাজ করেছেন তার একটি তালিকা দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই চান না যে আপনি কোন কোন ফাইল নিয়ে কাজ করেছেন তা সবাই দেখুক। এই জন্য আপনাকে প্রাইভেসি সেটিংস করে নিতে হবে। খুব সহজেই সিস্টেম সেটিংস প্যানেল থেকে আপনি প্রাইভেসি কন্ট্রোল করে নিতে পারবেন।

ষষ্ঠত: সেটাপ করে নিন উবুন্টু ওয়ান-
আপনি তো জানেনই উবুন্টু ওয়ানে ৫ জিবি জায়গা দেওয়া হয় ফাইল, মিউজিক, ফটো হোস্টিংয়ের জন্য। তাই উবুন্টু ১২.০৪ ইনস্টল করে আপনার কাজ হবে উবুন্টু ওয়ান ইনস্টল দেওয়া। আপনার যদি আগে থেকে উবুন্টু ওয়ানে একাউন্ট
থাকে তবে তো কথাই নেই, না হলে আপনি উবুন্টু ওয়ানে একটি একাউন্ট খুলে নিন।

সপ্তমত: নিত্যনতুন অ্যাপ্লিকেশন খুঁজে নিন-
উবুন্টু সফটওয়্যার সেন্টারে আছে হাজারো নিত্যনতুন অ্যাপ্লিকেশন, এর কিছু ভাল আবার কিছু ভাল নাও হতে পারে। কিন্তু আপনার কাজ হলো এই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনার পছন্দের অ্যাপ্লিকেশন খুঁজে নেওয়া।

অষ্টমত: গুগল ক্রোম ইনস্টল দিন-
অ্যাডোব ফ্লাশ প্লেয়ার যদি নির্ঝঞ্ঝাটভাবে ব্যবহার করতে চান তবে ইনস্টল করে নিন গুগল ক্রোম। স্ট্রেবল ও বাগ মুক্ত ফ্লাশ প্লেয়ারের সুবিধা গুগল ক্রোম দিতে পারবে, ফায়ার ফক্স নয়। কি আর করা ভিডিও দেখতে চাইলে একটু তো কষ্ট মেনে নিতেই হবে। অথবা চাইলে ফ্লাশ প্লেয়ারের নতুন ভার্সনটি নামিয়েও ফায়ারফক্স দিয়ে কাজ চালাতে পারবেন। এই কাজটি উবুন্টু সফটওয়্যার কেন্দ্র থেকেই করতে পারবেন।

নবমত: লিব্রে অফিসের গ্লোবাল মেনু সেট করে নিন-
সক্রিয় করে নিন লিব্রে অফিসের গ্লোবাল মেনু, এ কাজটি করতে apt://lo-menubar এই এডঅনটি ইনস্টল করে নিন।

দশমত: এবার উপভোগ করুন-
আপনি অনেক কাজ করেছেন, আরেকটু কাজ বাকি। এবার দেখে নিন উবুন্টু ১২.০৪ তে আপনার সকল কাজ করা যাচ্ছে কিনা, আপনার সামাজিক যোগাযোগের সবসাইটে ঝামেলা ছাড়াই লগইন করা ও স্ট্যাটাস দেওয়া যাচ্ছে কিনা তা দেখে নিন। যদি করা যায় তবে বুঝবেন আপনার উবুন্টু আপনাকে নিয়ে যাত্রা করতে প্রস্তুত। উবুন্টু ১২.০৪ এ আপনার যাত্রা শুভ হোক।

আর আপনাদের সাথেই আছে অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

(লেখাটির জন্য আমি http://www.omgubuntu.co.uk/2012/04/10-things-to-do-after-installing-ubuntu-12-04/ সাইটকে এবং লিংকটি দেওয়ার জন্য মাসনুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি)
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার