Thursday, April 12, 2012

দৈনন্দিন জীবন শিক্ষা

মারুফ ক্লাসের ফাষ্টবয় বাংলা, ইংরেজি, গণিত সব বিষয়েই সমান পারদর্শী তাকে নিয়ে বাবা মায়ের গর্বের শেষ নেই একমাত্র ছেলে তাই কোন কাজ করতে হয়না পড়াশোনা নিয়েই সারাদিন কেটে যায় একদিন বিপত্তিবাধে মারুফের বড়মামা আসে বে‌ড়াতে বাসায় বাবা উপস্থিত না থাকায় মারুফকেই বাজারে যেতে হয়
এই প্রথম বাজারে আসা আলু, পটল, মাছ, মাংস ইত্যাদি কিনতে হবে কিভাবে কিনতে হবে জানেনা সে কি আর করা, আলুওয়ালাকে গিয়ে বলল, আলুর দাম কত?
২০, দোকানদারের সোজা উত্তর
মারুফ দ্বিধায় পড়ে গেল, কিছুদিন আগেই মায়ের সাথে বাসা থেকে স্কুলে যাবার পথে কমলা কেনা দেখেছিল সে হালি ৫০ টাকা
সে ভাবল এই ছোট ছোট আলু প্রতিটির দাম ৫ টাকা হতেই পারেনা
এমন হাজারো সমস্যায় আমাদের মাঝে মাঝেই পড়তে হয় তার একটি হল ব্যাংকে চালান কিংবা ব্যাংক ড্রাফট করা কি ভাবে এগুলো করতে হবে তা অনেকের কাছেই ‌অজানা এমন কি যারা বানিজ্য অনুষদে পড়ে তাদের ও পাঠ্য বইয়ে থাকেনা কিভাবে চালান কিংবা ব্যাংক ড্রাফট করতে হয়
এসব আমাদের জীবন ঘনিষ্ঠ শিক্ষা এক কথায় দৈনন্দিন জীবন শিক্ষা যা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনপস্থিত জীবনকে সঠিক ভাবে ও সহজ ভাবে চালাতে এই জীবন শিক্ষা আমাদের অবশ্যই প্রয়োজন আর তার ব্যবস্থা করা সরকারের একান্ত দায়িত্ব
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার