![]() |
ছবিটি ধার করা হয়েছে উইকি থেকে |
কাকতালীয়ভাবে সর্বশেষ ৫-৬ বছর আগে হলে গিয়ে যে সিনেমাটা দেখেছিলাম (থার্ড পার্সন সিংগুলার নাম্বার) তার পরিচালক ও ডুব ছবির পরিচালক একজনই। তাকে ধন্যবাদ, এত বছর পর তার সৌজন্যে সিনেমা হলে যাওয়া হলো। তবে বেশি ধন্যবাদ পাবেন আমার কলিগ। তিনি জোড় না করলে হয়ত সিনেমা হলে গিয়ে দেখা হতো না। সিনেমাটা দেখার আগে অনেক আলোচনা পড়েছি। তাই ভয় ছিল হয়ত টিকেট পাওয়া যাবে না। তাই আগে গিয়ে উপস্থিত হয়েছিলাম কিন্তু যা ভেবেছিলাম তা না, হলের ভেতর গিয়ে দেখি মাত্র ২৫-৩০ জন ডিসিতে বসে আছে। বাকি সিটগুলো ফাঁকাই।