ল্যাপটপে
শিশির (উবুন্টু
১১.১০
এর কাস্টমাইজড)
চালাই অনেকদিন
হলো। আজ হঠাৎ একটি প্রয়োজনে
ইয়াহু মেসেন্জার দরকার পড়লো।
যার সাথে কথা বলবো তার ইয়াহুতে
আইডি, আমি
পিজিন থেকে লিখে লিখে চ্যাট
করতে পারি, কিন্তু
বিশেষ প্রয়োজনে ভিডিও চ্যাট
করা দরকার। যার সাথে দরকার
তার আবার স্কাইপে নাই,
তিনি ইন্টারনেটে
তেমন পারদর্শী না। তাই যা করার
আমাকেই করতে হবে,
আমি এই কাজের
জন্য তো আর জানালায় যেতে পারিনা,
আমি কি তবে হেরে
গেলাম???
এতো
সহজে হারার মানুষ আমি না। আমার
আছে গুগল। তাই কিছুক্ষণ খোঁজার
পর আমি পেলাম এর সমাধান। ইয়াহুর
বিকল্প GrachE Improve এর
সন্ধান পেলাম। কিভাবে ইনস্টল
করতে হবে তার সমাধানও পেলাম।
তাই আর দেরি না করে আমি গুগলের
কথা মতো টারমিনাল খুললাম-
টারমিনালে
লিখলাম
sudo add-apt-reposi tory ppa:adilson/experimental
এন্টার চাপলাম। কি কি যেন বললো, বলে কাজ শেষ করলো। আমি আবার লিখলাম-
sudo apt-get update
এবার আপডেট শুরু হলো, মাঝখানে একবার Y চাপলাম। কিছু সময় পর বললো complete এবার লিখলাম-
sudo apt-get install gyachi
এরপর শুধু অপেক্ষার পালা। এক সময় বললো কাজ নাকি খতম। এবার আমি অ্যাপ্লিকেশন মেনু খুললাম, সেখান থেকে ইন্টারনেট সাব মেনুতে গিয়ে দেখি জলজ্যান্ত GyachE Improved মনের সুখে আমি ক্লিক করলাম।
একটি লগইন পেইজ আসলো। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তারপর কিভাবে কি করতে হবে তা নিশ্চয় আর বলে দিতে হবে না??
এরপর শুধু আড্ডা আর আড্ডা। ইয়াহুর মেসেন্জারের সকল সুবিধা আপনি এখানে পাবেন।