Sunday, September 11, 2011

উবুন্টুতে (কাস্টমাইজড ভার্সন শিশির) এ গ্রামীণ ফোনের মডেম ইনস্টল করা

কয়েকটি সহজ ধাপে উবুন্টুতে গ্রামীন ফোনের মডেম ইনস্টল করা যায়। এজন্য প্রথমে-
* মডেমটি ইউএসবি পোর্টে লাগাতে হবে।
* উপরে ডান পাশে নেটওয়ার্ক কানেকশনের আইকনে ক্লিক করতে হবে। একটি অপশন আসবে।


*ভিপিএন কানেকশনে ক্লিক করতে হবে। কনফিগার ভিপিএন এ

ক্লিক করতে হবে।

*নেটওয়ার্ক কানেকশন নামে একটি ডায়লগ বক্স আসবে।


*এখানে Mobile Broadband ট্যাব এ ক্লিক করতে হবে। এবার Add এ ক্লিক করতে হবে। *সেটআপ এ মোবাইল ব্রডব্যান্ড কানেকশনের forward এ ক্লিক করতে হবে।


*দেশ সিলেক্ট এর একটি অপশন আসবে। এখানে বাংলাদেশ নির্বাচন করে দিতে হবে।


*forward এ ক্লিক করতে হবে।


*গ্রামীন ফোন সিলেক্ট করতে হবে। 
 

*আবারো forward এ ক্লিক করতে হবে।


*এখন apply এ ক্লিক করতে হবে।



*আবারো apply এ ক্লিক করতে হবে। এখানে কোন পরিবর্তন করা যাবেনা।


*ডায়লগ বক্সটি close করে দিতে হবে।


*পর্দার উপরে ডান কোনের দিকে নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করলে grameen phone default 1 দেখা যাবে। এতে ক্লিক করলে কানেকশন পাওয়া যাবে। *কানেকশন বন্ধ করতে চাইলে আবারো grameen phone default 1 এ ক্লিক করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার