এক
কক্ষে একাধিক লাইন:
মাইক্রোসফট
এক্সেলে কাজটি করা যায় Altr+Enter
চেপে। কিন্তু
ওপেনঅফিস.অর্গ
ক্যালকে কাজটি করতে হয় Ctrl+Enter
চেপে।
একলাইন
পরপর কালার করা
অনেক
সময় একলাইন পরপর ক্যালকের এক
লাইন পরপর একই ধরনের রঙ করার
প্রয়োজন পড়ে।
একটি
ছবি দিয়ে বিষয়টির ধারনা দিলাম-
ধাপ
১: এভাবে
এক লাইন পরপর রঙ করতে প্রথমে
ক্যালকের বিন্যাস মেনুর
শৈলিসমূহ এবং বিন্যাস এ ক্লিক
করতে হবে।
ধাপ
২: ফলাফলের
উপর মাউসের ডান বাটনে ক্লিক
করে পরিবর্তন করুন...
এ ক্লিক করলে
একটি ডায়লগ বক্স আসবে। সেখান
থেকে প্রেক্ষাপট ট্যাবে গিয়ে
যে রঙ প্রয়োজন তা নির্বাচন
করতে হবে।
ধাপ
৩: এবার
বিন্যাস মেনুর শর্তাধীন মেনুতে
ক্লিক করুন।
ধাপ
৪: শর্ত
১ এ টিক দিন। নিচের ড্রপ ডাউন
মেনু থেকে সূত্র নির্বাচন
করুন। তার পাশের ঘরে লিখুন
MOD(ROW()+1;2)=1
ধাপ
৫: কক্ষ
শৈলিতে ফলাফল নির্বাচন করে
ঠিক আছে বোতামে ক্লিক করুন।
তাহলে
এক লাইন পরপর রঙ করা ঘর দেখতে
পারবেন।