Wednesday, April 11, 2012

ফেডোরা ১৫ এ মাউসের ডান বাটন সক্রিয় করা



ফেডোরা ১৫ জিনোম ৩ ব্যবহার করার কারণে এর ডেস্কটপে মাউসের ডান বাটন সক্রিয় করা থাকে না। মাউসের ডান বাটনে কাজ করতে আমরা অভ্যস্ত। এই মাউসের ডান বাটন সক্রিয় করার জন্য যা করতে হবে-
  • dconf editor ইনস্টল করে নিতে হবে এজন্য আপনার টার্মিনালে লিখুন-

$ yum install dconf-editor
(আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে) ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • dconf-editor ইনস্টল হলে alt+f2 চাপুন এবং লিখুন:
dconf-editor

  • ডায়লগ বক্সের বাম পাশের প্যানেলের
org->gnome->desktop >> Background এ ক্লিক করুন এবং ডানপাশের প্যানেল থেকে "Show-Desktop-Icons" এ টিক চিহ্ন দিন।

  • এবার dconf-editor টি বন্ধ করুন আর উপভোগ করুন মাউসের ডান বাটন।

 
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার