![]() |
বানানোর পর দেখতে যেমন হলো |
গতরাতে একটা ফাইল ডাউনলোড করতে চাইলাম, বেশি বড়! না, মাত্র ১০ জিবি, ব্রাউজারেই ডাউনলোড করা যাচ্ছে কিন্তু সমস্যা হল, কম্পিউটার স্লিপ মোডে গেলে ডাউনলোড বন্ধ হয়ে যায়, আবার অন করলে শুরু থেকে ডাউনলোড হয়। চিন্তা করলাম কী করা যায়, লিংক নিয়ে টার্মিনালে কমান্ড দিলাম। শুরু হল, এটাতেও সেইম সমস্যা, খুঁজে পেলাম ক্যাফেইন, যেটা দিলে ডাউনলোড হওয়া পর্যন্ত কম্পিউটার জেগে থাকে।
ডাউনলোড হওয়ার পর মনে হলো নিজের জন্য একটি ডাউনলোডার হলে মন্দ কি?
কাজ শুরু করলাম, সাথে ছিল পাইথন, শেষে যা দাঁড়ালো নিজেই অবাক হলাম-
ডাউনলোড হওয়ার পর মনে হলো নিজের জন্য একটি ডাউনলোডার হলে মন্দ কি?
কাজ শুরু করলাম, সাথে ছিল পাইথন, শেষে যা দাঁড়ালো নিজেই অবাক হলাম-