অনেকদিন হলো ওপেনঅফিস ব্যবহার করি। কাজ করে ভালোই মজা পাই। কিন্তু একটা সমস্যায় পড়তাম। এটি হলো সর্টকাট কীর সাহায্যে ফন্ট ছোট বড় করা। অনেক খুঁজেছিলাম পাইনি। অনেককে বলেছি, কেউ কোন উত্তর দেয়নি। সবচেয়ে বেশি সমস্যা হতো প্রশিক্ষণ দিতে গিয়ে। মানুষ কে যখন ওপেনঅফিসের কথা বলতাম তখন তারা এটি ব্যবহার করে দেখতো। আর তখন অভ্যাসবশত ctrl+[ বা ] চাপতো। কিন্তু ওপেনঅফিসে কিছুই হতো না। ফন্ট বড় বা ছোট করার জন্য কোন কী চাপতে হবে তাও খুঁজে পেতামনা। মাঝে মাঝে অসহায় লাগতো।
কিন্তু কিছুই করার নাই। আজ ভাবলাম, একটা কিছু করতেই হবে। খুঁজতে লাগলাম। একটা কিছু আজ পেতেই হবে। এক সময় পেয়েও গেলাম।
কিভাবে পেলাম সেটাই এবার বলছি। চাইলে আপনারাও এটি করে দেখতে পারেন।
- প্রথমে টুল অপশন এ যেতে হবে।
- এখান থেকে স্বনির্বাচন নির্বাচন করতে হবে। একটি ডায়লগ বক্স আসবে।
- এখান থেকে ফাংশনের অধীনে শ্রেণীর বিন্যাস এ ক্লিক করতে হবে।
- পাশের ফাংশন থেকে ফন্ট বড় ছোট যেটা দরকার তা নির্বাচন করতে হবে।
- উপরের শর্টকাট কী থেকে যে কোন একটি কী নির্বাচন করতে হবে।
- এখন পরিবর্তনে ক্লিক করতে হবে। তাহলে ফাংশনটির জন্য শর্টকাট কী নির্বাচন হয়ে যাবে।
- এবার ঠিক আছে বোতামে ক্লিক করে বের হয়ে আসতে হবে।
তাহলে পেয়ে যাবেন একটি কার্যকরী শর্টকাট কী।