Saturday, February 26, 2011

ইউআইএসসির উদ্যোক্তাদের জন্য: বিদেশগামীদের ইন্টারনেটে কথা বলা শিখিয়ে পরবর্তীতে আয় বদ্ধি করুন

আপনাদের প্রায় সবারই কেন্দ্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। কিন্তু অনেকে অভিযোগ করেন এ থেকে তেমন একটা আয় হয়না। কথাটা একেবারে মিথ্যে না। আমাদের দেশের জনগন যতক্ষণ ইন্টারনেট কি তা না জানবে ততদিন ঠিক ভাবে ইন্টারনেটে আয় হবেনা। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা প্রায় সবাই এমন এক প্যাকেজ ব্যবহার করি যার মেয়াদ নির্দিষ্ট সময়ান্তে শেষ হয়ে যায়।
তাই অনেকে একে ঝামেলা মনে করেন। অনেকেই তিনশত পঞ্চাশ টাকার ইন্টারনেট নিয়েও তা মাসে শেষ করতে পারেন না। এ থেকে মুক্তির একটি বড় উপায় হতে পারে বিদেশে ইন্টারনেটের সাহায্যে কথা বলা। এ কাজের মাধ্যমে যেমন বেশি সংখ্যক জনগনের কাছে যাওয়া যাবে ও জনসেবা হবে তেমনি আবার বাড়তি আয়ের পথ ও খুলে যাবে। ইন্টারনেটে কথা বলতে তেমন একটা খরচ হয়না।

এ কাজটিকে সহজ করার জন্য আপনার এলাকায় যারা বিদেশ যাচ্ছে তাদের স্বল্প খরচে ইন্টারনেটে কি‌ভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দিতে পারেন। এতে করে তারা বিদেশে গিয়ে দেশের আত্মীয় ও স্বজনদের সাথে ভিডিও চ্যাটিং করতে পারবে। এতে করে আপনার ইন্টারনেটের খরচ যেমন উঠে আসবে তেমনি বাড়তি আয়ের পথ ও খুলে যাবে।
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার