Thursday, December 23, 2010

সহজেই করুন পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট)

আমরা যারা নিয়মিত কম্পিউটারে কাজ করি তারা সবাই পিডিএফ এর সাথে পরিচিত। কম্পিউটারে কোন লেখা লিখে কাউকে দিতে গেলে বা প্রিন্ট করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় ফন্ট নিয়ে এর পর যে সমস্যায় পড়তে হয় তা হল সফটওয়্যারের ভার্সন নিয়ে। এর সমাধান পাওয়া যায় পিডিএফ ফাইল করার মধ্য দিয়ে। কিন্তু পিডিএফ করার সফটওয়্যার পাওয়ায় এক সমস্যা। ইন্টারনেটে যেগুলো বিনামূল্যে পাওয়া যায় তার আবার মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলেই শুরু করে ঝামেলা।
হয়ত দেখা গেল আপনার মূল্যবান ফাইলের মাঝ খানে বেরসিক এক এ্যাড দিয়ে রেখেছে পিডিএফ সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান।এ সমস্যার সমাধান করা যায় অতি সহজেই। এ জন্য আপনার কম্পিউটারে থাকতে হবে ওপেনঅফিস.অর্গ এর অফিস স্যুট। এই অফিস স্যুটে ওয়ার্ড, স্পেডশিট, প্রেজেনটেশন যাই হোক না কেন সব কিছুকেই আপনি পিডিএফ করতে পারেন।
আপনি যদি আপনার ফাইলটি মাইক্রোসফট অফিস দিয়ে ও করেন তাও আপনি পিডিএফ করতে পারেন।
কিভাবে করবেন?-
.আপনি আপনার ফাইলটি ওপেনঅফিস.অর্গের অফিস স্যুট প্রোগ্রামের সাহায্যে ওপেন করুন।

.টুলবার থেকে সরাসরি পিডিএফ হিসাবে ইক্সপোর্ট করুন বোতামে ক্লিক করুন।

.আপনার ফাইলের একটি নাম দিন এবং কোথায় সংরক্ষণ করবেন তা ঠিক করে এক্সপোর্ট বোতামে ক্লিক করুন।
দেখুন কত সহজে হয়ে গেল পিডিএফ ফাইল।
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার