Thursday, August 12, 2010

বিশ্বের কয়েকটি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন

বিশ্বের একটি উন্নত রাষ্ট্র অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখা যায়, এদেশে প্রাথমিক শিক্ষা শেষে কোন সমাপনী পরীক্ষা নেয়া হয়না। এদেশে প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষক একটি রিপোর্ট প্রদান করেন যার ভিত্তিতে শিক্ষার্থীরা সেকেন্ডারি স্তরে ভর্তি হতে পারে।
আরেকটি উন্নত রাষ্ট্র চীনে আমরা দেখতে পাই, প্রাথমিক শিক্ষা স্তর শেষে প্রাইমারী স্কুল গ্র্যাজুয়েশন পরীক্ষা নেয়া হয়ে থাকে। যার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা উচ্চস্তরে ভর্তি হতে পারে। ফ্রান্সে আমরা দেখতে পাই, প্রাথমিক স্তর সমাপনী পরীক্ষা নেই, বিদ্যালয় একটি পরীক্ষার আয়োজন করে থাকে যার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পরবর্তী স্তরে ভর্তি করানো হয়ে থাকে। অপর একটি উন্নত দেশ মালয়েশিয়ায় আমরা দেখতে পাই, প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। যাকে বলা হয়- Primary School Achievement Test (PSAT). নরওয়ের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই যে, এ দেশের প্রাথমিক শিক্ষা স্তর শেষে কোন সমাপনী পরীক্ষার ব্যবস্থা রাখা হয়নি। সিংগাপুরে প্রাথমিক শিক্ষা শেষে Primary School Leaving Examination (PSLE)নামে একটি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সুইডেনে National testing for compulsory education নামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নামে একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়।
আপনার মন্তব্য লিখুন

ফেসবুক লাইক ও শেয়ার